সুন্দর প্রেমের কবিতা- বিখ্যাত প্রেমের কবিতা ২০২৩

সুন্দর প্রেমের কবিতা

সুন্দর প্রেমের কবিতা- বিখ্যাত প্রেমের কবিতা। কবিতা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে সবাই নিজের মনের ভাব এবং টা প্রকাশ করার জন্য কবিতা প্রকাশ করতে চায়। আমাদের আজকের পোস্টটির মাধ্যমে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বিখ্যাত কবিদের প্রেমের কবিতানিয়ে। আপনারা অনেকেই সুন্দর প্রেমের কবিতা খুঁজে থাকেন প্রকাশ করার জন্য আমাদের আজকের পোস্টটির মাধ্যমে আপনাদের জন্য প্রেমের কিছু কবিতা তুলে ধরবো আপনারা আমাদের পোস্টটি থেকে সংগ্রহ করতে পারেন । Shundor premer kobita 

মানুষ প্রেমে পড়লে নাকি কবি হয়ে যায়। আর টার প্রমান আছে শত শত। একবার প্রেমে পড়েছিলাম আমি। হায় রে, কি প্রেম! মজনূর প্রেম আমার প্রেমের কাছে কিছুই না। ঐ মেয়ে যে রিকশায় করে আসতো, আমার মনে হতো – রিকশাওয়ালার কি সৌভাগ্য! এক একবার ইচ্ছে করতো, রিকশাওয়ালাকেই কোলে নিয়ে হাঁটাহাঁটি করি।” আমার মতো আপনারা যারা কবিত আওনেক বেশি পছন্দ করে থাকেন তারা আমাদের পোস্টটি থেকে সুন্দর প্রেমের কবিতা গুলো সংগ্রহ করুন।

সুন্দর প্রেমের কবিতা

সুন্দর প্রেমের কবিতা, প্রেম একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। প্রেম বিস্ময় কাজ করে! এটি অনুপ্রেরণা দেয়, অনুপ্রেরণা দেয়, আমাদের অভাবনীয় কর্ম সম্পাদন করে, আমাদের এত আনন্দিত করে যে আমরা পাহাড় ঘুরিয়ে দিতে এবং আকাশ থেকে একটি তারা পেতে প্রস্তুত। আপনারা যারা নতুন প্রেমে পরেছেন আপনাদের প্রিয় মানুষকে সুন্দর কিছু প্রেমের কবিতার প্রকাশ অরতে চান তারা আমাদের পোস্টটি থেকে প্রমের কবিতা সংগ্রহ করে প্রকাশ করতে পারেন।

তুমি কি আমাকে ভালোবাসো? কত?
তোমার বালিশে ফিসফিস করে শুনব!
আমাকে একটি নীরব চিহ্ন দিন –
আর দ্বিধা করবেন না, আমি সব দেখব!

এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর…
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;

যদি জানি একবার দেখা পাবো
তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে,
লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;

ততটুকু দিতে নেই
যতটুকু দিলে অচেনা মিছিলে
হারাবে নিজেকেই।
কিছুটা নিজেরও থাক
নিখোঁজ খবর- ছাপা পত্রিকা
ঠিকানাটা খুঁজে পাকা।
ততটুকু হোক দেনা
যতটুকু হলে, ফিরে আসবার
পথটুকু থাকে চেনা।

তোমার চুড়ির শব্দ থাকুক
লুকোচুরির পদ্য থাকুক
দূরেই থেকো তুমি।
এই বরষায়, কাপুক তবু
হৃদয় জলজভূমি।

সুন্দর প্রেমের কবিতা

পড়ুনঃ

আকাশ নিয়ে মন কাড়া কিছু উক্তি, ক্যাপশন, বাণী, স্ট্যাটাস এবং কবিতা

সমুদ্র নিয়ে রোমান্টিক ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, বাণী এবং কবিতা

বিখ্যাত প্রেমের কবিতা

বিখ্যাত প্রেমের কবিতা, বিখ্যাত ব্যক্তিদের প্রকাশ করা প্রেমের কবিতা আপনারা অনেক সময় খুঁজে থাকেন। আপনাদের জন্য আমাদের আজকের পোস্টের মাধ্যমে বিখ্যাত প্রেমের কবিতা তুলে ধরছি আপানদের জন্য আসা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদেদ্র আজকের পোস্টের মাঝে যে কবিতা গুলো আপনারা দেখতে পারবেন।

যেতে চাইলে বলো,
মায়া বাড়িয়ে কি লাভ।
নিমিষে মুক্তি দিব,
অপূর্ণই থাক প্রেমালাপ।
তবু তো ঘৃণা জমবেনা,
ভেবে ঠকিয়েছো আমায়।
নাহয় রইলো কিছু ছোঁয়া,
হৃদয়ের অতল দিকটায়।
আর যদি ভালোবাসো,
বাসো ভালোবাসার মতো করে।

বিখ্যাত প্রেমের কবিতা

লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা,
তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা?
যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি
সেই দিন হতে মোর মাথা-খোঁড়াখুঁড়ি।
ফলা কহে, ভালো ভাই, আমি যাই খ’সে,
দেখি তুমি কী আরামে থাক ঘরে ব’সে।
ফলাখানা টুটে গেল, হল্খানা তাই
খুশি হয়ে পড়ে থাকে, কোনো কর্ম নাই।
চাষা বলে, এ আপদ আর কেন রাখা,
এরে আজ চালা করে ধরাইব আখা।
হল্ বলে, ওরে ফলা, আয় ভাই ধেয়ে–
খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে।

শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।দহনের দিনে, কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে, তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।
এই যে মেয়ে, কজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক।

জল জমে থাকা কাচে
জ্বর হয়ে থাকা আঁচে
তুমিও থাকো অসুখের মতো
কী ভীষণ ছোঁয়াচে!

শেষ কথাঃ

প্রেম মানে না কোন বাধা কোন বয়স কোন গোত্র ভালোবাসা কখন কাকে দেখে কোন সময়ে হয়ে যাবে টা কেউ বলতে পারবেন না। আমাদের আজকের পোস্টে আমরা চেষ্টা করেছি আপানদের জন্য সুন্দর প্রেমের কবিতা প্রকাশ করার জন্য। আসা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের আজকের পোস্ট। এবং অনেক উপভোগ করতে পারবেন আমাদের পোস্টটি। আমাদের আরও কিছু নতুন পোস্ট দেখতে পোস্টের নিচের দেওয়া লিংকে প্রবেশ করে দখে নিতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top