বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ২০২৪- ১৭ ই মার্চের কবিতা

১৭ ই মার্চের কবিতা

প্রতিবছরে এই ১৭ মার্চ একটি বিশেষ দিন হিসেবে বলা হয়ে থাকে। এর কারণ একই দিনে দুটি বিশেষ দিন হিসেবে পালন করা হয়ে থাকে। আপনারা কি জানেন কি সেই দিন? আপনারা যারা জানেন এবং যারা জানেন না তাদের জন্নয় আমাদেরে আজকের পোস্ট। আসলে ১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন হিসেবে পালন করা হয় আর একটি দিন পালন করা হয় জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। মার্চ মাসের ১৭ তারিখে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারি প্রতিষ্ঠান সহকারে বেসরকারি প্রতিষ্ঠান গুলতে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়ে থাকে। আপনারা অনেকেই বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা খুঁজে থাকেন তাদের জন্য আমাদের আজকের পোস্ট আসা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের পোস্টটি দেখে নেওয়া যাক আজকের নতুন পোস্ট।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে ছোট কবিতা

আপনারা অনেকেই এই বিশেষ দিনকে সামনে রেখে আপনারা বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা খুঁজে থাকেন প্রকাশ করার জন্য। আমাদের আজকের পোস্টের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি কিছু নপ্তুন এবং ছোট কবিতা। ছোট কবিতা অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে থাকে এর কারণ হচ্ছে আপনারা ভিবিন্ন স্ট্যাটাস এর মাধ্যমে সুন্দর কিছু ছবি দিয়ে পোস্ট করতে পারবেন। আর এই জন্য আপনাদের জন্য কিছু আঙ্কমন কবিতে তুলে ধরছি।

সোনালী এক সূর্য উঠেছিল,
বাংলার আকাশে,
সেইদিন বঙ্গবন্ধু এসেছিলেন,
মুক্তির বাণী সাথে।

তেরো বছরের লড়াই,
অনেক রক্তের বিনিময়ে,
স্বাধীন বাংলাদেশ,
পেয়েছি আমরা আজকে।

বঙ্গবন্ধু ছিলেন,
আমাদের অহংকার,
তার জন্মদিন আজ,
আমাদের আনন্দের দিন।

শিশুদের জন্য,
তিনি করেছিলেন অনেক,
তাদের ভালোবাসতেন,
যেন তার নিজের সন্তান।

তাই আজকের দিন,
শিশু দিবসও বলা হয়,
আসুন আমরা সবাই,
বঙ্গবন্ধুকে মনে রাখি।

তার আদর্শ অনুসরণ করে,
দেশকে গড়ে তুলি,
সোনার বাংলাদেশ,
হোক আমাদের স্বপ্ন।

বঙ্গবন্ধুর জন্মদিনের কবিতা

 

শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার,
গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ ই মার্চ,
(৩ রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম শেখ ‍লুৎফুর রহমান,
মাতা সায়েরা খাতুন। শেখ মুজিব,
তাঁর পিত-মাতার তৃতীয় সন্তান।

শেখ মুজিবুর রহমানের নাম রাখেন তাঁর নানা শেখ আবদুল মজিদ।
ছোটবেলায় বঙ্গবন্ধুর ডাক নাম ছিলো ‘খোকা’।
ছোটবেলা থেকেই তিনি সাধারণ মানুষ
ও গরিব-দুঃখী মানুষের প্রতি সহমর্মী স্বভাব দেখাতেন।

১৯২৭ সালে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয়।
তখন তাঁর বয়স ছিলো ৭ বছর।
তিনি গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন।
১৯২৯ সালে ৯ বছর বয়সে তিনি গোপালগঞ্জ,
পাবলিক স্কুলে ভর্তি হন।
পিতার সরকারি চাকরিতে বদলিজনিত কারণে তিনি আবারো স্কুল পরিবর্তন করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা ২০২৪

১৯৩১ সালে মাদারীপুর ইসলামিয়া স্কুলে তিনি ৪র্থ শ্রেণিতে ভর্তি হন।
এই স্কুলেই তিনি ১৯৩৪ সাল পর্যন্ত পড়াশোনা করেন।
১৯৩৪ সালে বেরিবেরি নামক এক জটিল রোগে আক্রান্ত হন বঙ্গবন্ধু।
এতে করে তাঁর হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়।
তাঁর চোখেও জটিল রোগ ধরা পড়ে ১৯৩৬ সালে।
অপারেশনের মাধ্যমে এ রোগ সারাতেও বেশ কিছু সময় লেগে যায়।
তাই বেশ কয়েক বছর তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেন নি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাংলার জনক হিসেবে,
চিরকাল থাকবেন গর্বের মানুষ,
তার নাম উচ্চারিত হবে,
প্রতিটি বাঙালির হৃদয়ের আঙিনায়।

টুঙ্গিপাড়ার মাটিতে ফুটেছিলেন এক নক্ষত্র,
জাতির জনক,
মুক্তিযু*দ্ধের অবিচল সৈনিক,
বীর মুক্তিদাতা।

মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।

মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম।

মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়
স্বাধীন দেশে ঘুরেফিরে স্বস্তি ফিরে পায়।
সোনার বাংলা গড়তে হলে করতে হবে কাজ
মুজিব নামেই জাগতে হবে ভেঙে সকল লাজ।

17 March Kobita

শোকের দিনে
সুফিয়ান আহমদ চৌধুরী

শ্যামলের দেশে গায় পাখি
শোকে গায় গান,
ঘরে ঘরে বয় শোক বান
হাসি খুশি ম্লান।

ভাসে প্রিয় ছবি শোক দিনে
মনে পড়ে কী যে,
বঙ্গবন্ধু নেই শোকে দেশ
চোখ জলে ভিজে।

জালিমেরা কাড়ে সুখ সব
দুখে নামে কান্না,
ভালোবাসা নেয় কেড়ে আহা
কাড়ে মুক্তো পান্না।

কোটি কোটি প্রাণে গাঁথা আছে
ফুলে ফুলে বুঝি,
আগস্টের এই দিনে সবখানে
ভালোবাসা খুঁজি।

বঙ্গবন্ধু অন্তরতে
ঠাঁই চিরদিন খাঁটি,
ভেজা রক্তে তাঁর দেশ
বাঙালির ঘাঁটি।

১৭ ই মার্চের কবিতা

যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।’

বঙ্গবন্ধু তুমি,
জাতির জনক,
স্বাধীনতার স্থপতি।

তোমার অহ্বানে
জেগে উঠেছিল
বাঙালি জাতি।

নয় মাস রণে
লড়েছে
স্বাধীনতার জন্য।

তোমার স্বপ্নের
সোনার বাংলা গড়তে
আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের আজকের পোস্টের মাধ্যমে আপনাদের জন্য আমারা চেষ্টা করেছি আমাদের পোস্টের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যার জন্য আমাদের আজকে স্বাধীন দেশে বসবাস করছি। আমাদের দেশের রূপকার টার জন্মদিনে আপনারা অনেকেই বিশেষ কিছু কবিতা খুঁজে থাকেন তারা আমাদের পোস্টটি দেখে আসা করি অনেক সুন্দর কিছু কবিতা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আসা করি আপনাদের ভালো লাগবে।

আরও পড়ুন

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের উক্তি, ছন্দ, ক্যাপশন, স্ট্যাটাস এবং কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top